পটিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হত্যা মামলা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বাবলু বড়ুয়া (৩৫)। গত রোববার দিবাগত রাত ৩টায় উপজেলার শান্তির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তর ভূর্ষি এলাকার দিলীপ বডুয়ার পুত্র।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে অভিমান, যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার যুবলীগ নেতা বাকলিয়ায় গ্রেপ্তার