অসচ্ছল নাগরিকদের টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে

মোহরা ওয়ার্ডে কার্ড বিতরণে মেয়র

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার। বিশেষ করে যারা অসচ্ছল, তাদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। এজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার মোহরা ৫নং ওয়ার্ডে চসিক প্রদত্ত স্মার্ট ফ্যামিলি (টিসিবি) কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমেও সহায়ক হবে। একটি টেকসই নগরী গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আজম, জাফর আহমেদ, ইদ্রিস মিয়া, জানে আলম জিকু, এম ফিরোজ খান, মো. ইয়াসিন, ইকবাল চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ আবছার, ফিরোজ চৌধুরী, নিয়াজ মোরশেদ খান, রাশেদ আলম, আইয়ুব খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধদীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন