প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

রেড ক্রিসেন্ট নির্বাচন

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৫২০২৭ মেয়াদে) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা গতকাল জেলা পরিষদের প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, শেখ মোহাম্মদ আজিজ উল্লাহ, অ্যাডভোকেট এহসানুল হক, মোহাম্মদ মঈন উদ্দীন এবং নির্বাচন কমিশন সচিব মো. জিয়াউল হক।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এই নির্বাচনকে আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে চাই। যেখানে প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সকলের অংশপ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। সভায় প্রার্থীরা নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ পদ্ধতি ও ব্যালট পেপার সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরেন। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী মো. আছিফ চৌধুরী, সেক্রেটারি পদপ্রার্থী অ্যাড. কামাল হোসেন চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া সদস্য পদপ্রার্থী সৈয়দ মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. নুরুল আনোয়ার, প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক মো. আযম খান, অ্যাড. রাহিম উদ্দিন চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, অধ্যাপক মিলটন কুমার, জাহাঙ্গীর আলম বাবর, সাবরিনা জাহান ও মোহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে চীবর দান
পরবর্তী নিবন্ধইউনাইটেড বিজনেস ফোরাম জয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে