ইউনাইটেড বিজনেস ফোরাম জয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে ইউনাইটেড বিজনেস ফোরামের সভা

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল নির্বাচনে বিজয়ী হলে এই কঠিন সময়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।

গতকাল সোমবার আসন্ন চট্টগ্রাম চেম্বার নির্বাচন উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ীর সমিতির সাথে ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক। এতে টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নতুন ব্রিজে টোল না দেওয়ার বিষয়ে প্রস্তাবনা পেশ করলে এটিকে স্বাগত জানান ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপের মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান ও শহিদুল আলম।

অ্যাসোসিয়েট গ্রুপের মো. আলাউদ্দিন আল আজাদ, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, মো. মশিউল আলম, সাবেক বিজিএমইএ পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির আব্দুস সামাদ, রেজাউল করিম চৌধুরী, মো. নাছির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, মো. ফরিদ উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, শেখ শহিদ সোহরাওয়ার্দী বাহাদুর, মো. ইশতেহাদ হোসেন রাজিব, মাও. এমরানুল হক সাইয়েদ, মো. বাকের উল্লাহ, মো. হারুনর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ফার্মা ক্লাবের কর্মশালা