রাঙ্গুনিয়া পৌর এলাকার সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর দানোত্তম কঠিন চীবর দানোৎসব, উপসম্পদা এবং সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া। সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ করুণাশ্রী মহাথেরো ও বিহার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক অশোক তালুকদারের সঞ্চালনায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি অভয়ানন্দ মহাথেরএবং প্রধান ধর্মদেশক শাসনমিত্র। উদ্বোধনী বক্তব্য দেন, অ্যাড. নির্মল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, মলিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জ্ঞানবংশ থের, দেবশ্রী মহাথের, করুণাবংশ থের, দীপঙ্কর থের, সংঘনিধি সুমঙ্গল থের। সম্মানিত অতিথি ছিলেন কৃষ্টি প্রচার সংঘ–যুব’র সহ–সভাপতি সৌরভ বিকাশ বড়ুয়া বিতান। প্রধান অতিথি বলেন, চমৎকার সমপ্রীতির দেশ বাংলাদেশ। এই দেশ আমাদের। এখানে নিজেদের মধ্যে সমপ্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা ছাড়া এর কোনো বিকল্প নেই। তিনি সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সের তৃতীয় তলা নির্মাণ প্রকল্পে অনুদান বরাদ্দ দেওয়ার বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন। প্রেস বিজ্ঞপ্তি।