বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের উদ্যোগে গতকাল সোমবার জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ ও শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপি প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী এবং সঞ্চালনা করেন মহানগর অফিস সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ আকাশ। বক্তব্য রাখেন ফেডারেশনের উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নূরনবী, মাওলানা মোহছেন আল হোসাইনী, প্রফেসর সিরাজ উদ্দৌলা, অধ্যক্ষ হোসাইন আহমেদ, মীর মো. আবুল কালাম, মো. আবু সালেহ, নূরুল বশর রাসেল, ওসমান গণি, মো. ওবাইদুল হক, খায়ের উদ্দীন সোহেল ও ওবায়েদুল্লাহ। সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।