সুফিবাদী সংগীত কাওয়ালিকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া খ্যাতনামা শিল্পী নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী ঘিরে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শাম–এ–নুসরাত’। আগামী ২৫ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে হবে এই বিশেষ কাওয়ালি অনুষ্ঠান।
অনুষ্ঠানে সুফি ও কাওয়ালি সংগীত পরিবেশন করবে ‘কারার দ্য সুফি ব্যান্ড’। পাশাপাশি থাকছে ফতেহ আলী খানকে ঘিরে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট। এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ নামের ওয়েবসাইটে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খবর বিডিনিউজের। ফতেহ আলি খানের জন্ম পাকিস্তানের শিল্প শহর ফয়সলাবাদে ১৯৪৮ সালে। তার পূর্ব পুরুষরা ছিলেন কাওয়লি গায়ক, ষাটের দশকে শুরু হওয়া এই কাওয়ালি গানকে সে সময় ভক্তিমূলক সুফি সংগীত হিসেবেই গাওয়া হত। তবে এই কাওয়ালি সংগীতকে বিশ্বসংগীতে পরিচয় করিয়েছেন ফতেহ আলি খান। আধুনিক সংগীত যন্ত্র ব্যবহার করে সহশিল্পীদের নিয়ে তার কাওয়ালি গানের অনুষ্ঠান রূপ পায় ধ্রুপদী আসরে। ১৯৯৬ সালে আখতারের লেখা গজল ‘আফরিন আফরিন’ নুসরাত ফতেহ আলী খানের তুমুল জনপ্রিয় গানগুলোর একটি। এই শিল্পীর গাওয়া ‘মাস্ত কালান্দার’ ও ‘আলি দা মালং’ এর মত গানগুলো উপমহাদেশের শিল্পীরা বহুবার নতুন করে গেয়েছেন। কিডনি ও লিভার জটিলতায় ১৯৯৭ সালের ১৬ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে মারা যান নুসরাত ফতেহ আলী খান। তখন তার বয়স মাত্র ৪৮ বছর।