ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৫৮টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১৩৪৫টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ ১৬ সংসদীয় আসনের খসড়া তালিকায় মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৯৬৫টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২৩৮৭টি। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১২৩৮৭টি বুথের মধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫৮৪৫টি এবং মহিলা বুথের সংখ্যা ৬৬৪২টি। এরমধ্যে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫৭টি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২০২৩টি; আর বুথের সংখ্যা ছিল ১৩৭৩২টি। এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার আলোকে সারাদেশের মত চট্টগ্রামের ১৬ নির্বাচনী এলাকাভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছিল চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।
প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের মধ্যে ৭১ ভোটকেন্দ্রের উপর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবারে স্থানীয় রাজনৈতিক নেতারা আপত্তি দাখিল করেন। আপত্তিগুলোর উপর গত ৯ অক্টোবর দিনব্যাপী জেলা নির্বাচন অফিসে শুনানি হয়। শুনানি শেষে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা পুরনায় আপত্তিকৃত ৭১টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। খসড়া তালিকার উপর দাবী–আপত্তি শেষে গতকাল চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকায় চট্টগ্রাম–১ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১০৬টি, বুথের সংখ্যা ৭১৯টি। চট্টগ্রাম–২ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪১টি; বুথের সংখ্যা ৮১৩টি। চট্টগ্রাম–৩ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৩টি; বুথের সংখ্যা ৪৮৭টি। চট্টগ্রাম–৪ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪টি; বুথের সংখ্যা ৭৮৮টি। চট্টগ্রাম–৫ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪২টি; বুথের সংখ্যা ১০২০টি। চট্টগ্রাম–৬ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৫টি; বুথের সংখ্যা ৬৭৩টি। চট্টগ্রাম–৭ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯২টি; বুথের সংখ্যা ৬১৪টি। চট্টগ্রাম–৮ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭৯টি; বুথের সংখ্যা ১০০৫টি। চট্টগ্রাম–৯ আসনে ভোটকেন্দ্র ১২১টি; বুথের সংখ্যা ৭৬০টি। চট্টগ্রাম–১০ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৩৯টি; বুথের সংখ্যা ৯২১টি। চট্টগ্রাম–১১ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৪৩টি; বুথের সংখ্যা ৮৯৩টি। চট্টগ্রাম–১২ আসনে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১৩টি; বুথের সংখ্যা ৬৯১টি। চট্টগ্রাম–১৩ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১৮টি; বুথের সংখ্যা ৭৬০টি। চট্টগ্রাম–১৪ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১০০টি; বুথের সংখ্যা ৫৭৩টি। চট্টগ্রাম–১৫ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৫৭টি; বুথের সংখ্যা ৯৫০টি। চট্টগ্রাম–১৬ আসনে মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১১২টি; বুথের সংখ্যা ৭২০টি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় এখন পর্যন্ত ভোটার সংখ্যা ৬৬ লাখ ১৬ হাজার ৭১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন এবং মহিলা ভোটার ৩১ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন।
আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।