চট্টগ্রামের বাঁশখালীতে ধান ক্ষেত থেকে এক মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম মোঃ জোবায়ের বিন জামাল (২০)। তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
আজ সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের পূর্বে মিয়া মার্কেট সংলগ্ন ধানক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকা জোবায়েরকে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে জানালে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের বাড়ি একই ইউনিয়নের নাপোড়া পূর্ব চালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ডে। তিনি আহমদ্যা বাপের বাড়ির মোঃ জামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা বলেন, জোবায়ের মানসিক প্রতিবন্ধী ও মৃগীরোগী। সে প্রায়ই হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেত এবং অনেক সময় রাতে বাড়ি ফিরত না।
রবিবার বিকেল থেকে তাকে খুঁজে পাইনি। সন্ধ্যায় মাইকিং করি, ফেসবুকেও পোস্ট যায়। সকালে স্থানীয়রা ফোন দিয়ে জানায়- মৃত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে। সম্ভবত খিঁচুনি উঠায় মারা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই মনে হচ্ছে। মৃত যুবক মানসিক প্রতিবন্ধী এবং সরকারি ভাতা কার্ডধারী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।