প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে নেপোলিয়নের গয়না লুট

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। খবরে বলা হয়েছে, মুখোশ পরা তিন ব্যক্তি জাদুঘরের ভেতরে ঢুকে পণ্যবাহী লিফটে উঠে অ্যাপোলো গ্যালারিতে যায়। তারা চেইন করাত নিয়ে এসেছিল এবং জাদুঘর থেকে অলংকারের ৯টি আইটেম নিয়ে স্কুটারে করে পালিয়ে যায়। যে গয়নাগুলো চুরি গিয়েছে, তা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং সম্রাজ্ঞী জোসেফিনের। তবে এই ডাকাতির ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী এঙে লিখেছেন, জাদুঘর খোলার ঠিক পরই ডাকাতি হয়। আমি ঘটনাস্থলে আছি, পুলিশ তদন্ত করছে। কেউ হতাহত হননি। সঙ্গে সঙ্গেই জাদুঘরের তরফে তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা। সেই লিফটে করে তারা পৌঁছে যান নির্দিষ্ট ঘরে, যেখানে রাখা ছিল নেপোলিয়নের গয়না। জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন দুই অভিযুক্ত। সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন এক জন। জাদুঘরের এক কর্মী বলেন, দুজন নেপোলিয়ন এবং সম্রাজ্ঞীর মোট নয়টি গয়না চুরি করেন। তার মধ্যে রয়েছে নেকলেস, ব্রোচসহ আরও অনেক কিছু। ১৮০৪ সালে নেপোলিয়ন এবং জোসেফিনের অভিষেকের পরে এই গয়নাগুলি তৈরি করানো হয়েছিল। ফ্রান্সের ইতিহাসে এগুলো গুরুত্বপূর্ণ।

নেপোলিয়নের অভিষেকের পরে বহু গয়না তৈরি করানো হয়েছিল। সেগুলোর মধ্যে অনেক গয়নাই ফরাসি বিপ্লবের সময়ে ছিনতাই করা হয়েছিল। তার মধ্যে কিছু গয়না পরে উদ্ধার করা হয়। এ বার ল্যুভর থেকে চুরি হল কিছু গয়না, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। এই ল্যুভরে রয়েছে মোনালিসার ছবি। প্রায় ৩ লাখ ৮০ হাজার দ্রষ্টব্য রয়েছে জাদুঘরের সংগ্রহে। ৩৫ হাজার জিনিস প্রদর্শিত রয়েছে। প্রতি বছর ৮০ থেকে ৯০ লাখ মানুষ এই জাদুঘরে যান। ল্যুভর থেকে আগেও বহুমূল্য জিনিস চুরি গিয়েছে। ১৯১১ সালে সেখান থেকে চুরি গিয়েছিল মোনালিসার ছবি। সেই ছবি চুরি করেছিলেন জাদুঘরেরই কর্মী। দু’বছর পরে সেই ছবি উদ্ধার হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৭০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, জাতিসংঘে অভিযোগ কম্বোডিয়ার