সিএসইতে লেনদেন ১০.৭০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০.৭০ কোটি টাকা। ১,৩১০ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৪.৯৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৭৩.৮৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৪.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৮.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১৮.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৫.৩৪ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১২.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০০১.৬৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৯,৬৭২.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮২.৮০ কোটি টাকা । সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ১৩৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে হবে বিকেএসপির আঞ্চলিক শাখা
পরবর্তী নিবন্ধপ্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে নেপোলিয়নের গয়না লুট