দারুণ জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু পরের চার ম্যাচে কেবলই হতাশা আর হতাশা। বিশেষ করে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন দাড়াতেই পারেনি বাংলাদেশ। একেবারে খড়খুটোর মত উড়ে গেল টাইগার নারীরা। হতাশার সে ম্যাচকে পেছনে ফেলে আজ আরেকটি নতুন পরীক্ষা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই নিগার সোলতানা জ্যোতির দলের। বাংলাদেশ সময় বিকেল বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এক শ্যাচে জিতলেও এখনো জয়েল মুখ দেখেনি লংকানরা। যদিও তাদের পয়েন্টও বাংলাদেশের সমান ২। সে দুই পয়েন্ট তারা পেয়েছে দুটি পরিত্যক্ত ম্যাচ থেকে। তাই এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশকে হারিয়েই নিতে চায় শ্রীলংকা। পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথম লক্ষ্য পুরন করেছিল বাংলাদেশ। এখন দ্বিতীয় লক্ষ্য পুরনের সুযোগ আজ। যদিও প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করলেও সেটা হাতছাড়া করে টাইগ্রেসরা। ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ জিততেই হবে। পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৪ ম্যাচ আর নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচ থেকে আমরা শিক্ষা নিতে চাই। সর্বশেষ দুই ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু অর্জন করেছি। আমাদের শুরুটা ভাল হয়েছে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়েছি। তবে বড় জুটি গড়তে পারিনি। এমন কন্ডিশনে আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ধারাবাহিকভাবে ব্যাটাররা ভাল করতে পারছে না। আমাদের আরও ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। চলতি বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি শ্রীলংকা। ৫ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। শেষ দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে লংকানদেরও। ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ দু’বার হেরেছে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।