চতুর্থ স্পিনার হিসেবে দলে ডাকা হলো নাসুমকে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পিচ স্লো এবং লো। এটা ধরেই খেলা দেখতে বসেছিলেন সবাই। কিন্তু তাদের সবার ধারণা ছাড়িয়ে পিচে অস্বাভাবিক টার্ন। স্পিনারদের বল ঘুরেছে বেশ। জায়গামত ফেলতে পারলে ‘ইয়া’ বড় বড় টার্ন হচ্ছিল। ওয়েষ্ট ইন্ডিজ স্পিনারদের বল খেলতে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নাভিশ্বাস উঠে গেছে। পরের সেশনে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বলেও ছিল বিরাট বড় বড় টার্ন। সেই টার্নের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। ২০৭ রানের মাঝারী পুঁজি নিয়েও ৭৪ রানের বিরাট জয় পেয়েছে বাংলাদেশ। রিশাদ তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য দেখিয়ে দল জিতিয়েছেন। ৩৫ রানে ৬ উইকেট শিকার করে ৫০ ওভারের ফরম্যাটে প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে এক ম্যাচে ৬ উইকেট দখল করেছেন লেগি রিশাদ।

এদিকে শেরে বাংলার পিচে বল এমন ঘুরতে দেখে টাইগার ম্যানেজমেন্ট দলে বাড়তি স্পিনারের সংযোগ ঘটিয়েছে। দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। শেরে বাংলার যে টার্নিং পিচে খেলা হচ্ছে, তাতে বাড়তি পেসারের অন্তর্ভুক্তির কোনোই দরকার নেই। তারচেয়ে দলে একজন বাড়তি স্পিনার দরকার। সেই অনুভব থেকেই বাঁহাতি স্পিনার নাসুমকে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মানে অফস্পিনার মেহেদি মিরাজ, লেগি রিশাদ ও বাঁহাতি তানভিরের সাথে চতুর্থ স্পিনার হিসেবে দলে আসলেন নাসুম। গতকাল রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত ১৮ ম্যাচে ১৬ ওয়ানডে উইকেট আছে ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসুমের।

পূর্ববর্তী নিবন্ধউইকেটের দোষ দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
পরবর্তী নিবন্ধনিজের কাজ করতে পেরে দারুণ তৃপ্ত রিশাদ