খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব১৫ বালক) উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন, জেলা ক্রীড়া বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আহবায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা। প্রশিক্ষণের ট্রায়ালে উপস্থিত ৪৭ জন থেকে ৩০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র ও ৫ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে। প্রশিক্ষণার্থীদের জার্সি, হাফপ্যান্ট, বুট প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে রামপুরাকে রুখে দিল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি
পরবর্তী নিবন্ধসিসিএল-রিটজি স্নুকার টিম ডাবল এন্ড এইটবল পুল ফাইনাল সম্পন্ন