ফটিকছড়ি গৌতমমুণি বিহারে কঠিন চীবর দানোৎসব‘ উদযাপিত হয়েছে। পাশাপাশি প্রয়াত ড. এফ. দীপংকর মহাথেরো স্মরণে নির্মিত স্মৃতি তোরণের উদ্বোধন করা হয়। গত ১৮ অক্টোবর বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিণ্ডু দান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিয়ানন্দ মহাস্থবির। উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ। প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ সুগতপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শাসনবংশ মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ বিজয়ানন্দ স্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন ট্রাস্টি সুশীল বড়ুয়া, নাছিমা বেগম, অঞ্জন কুমার বড়ুয়া ও রিটন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দিবাকর বড়ুয়া চন্দন, পবিত্র বড়ুয়া, সেফু বড়ুয়া অপূর্ব, শয়ন বড়ুয়া, রনবীর বড়ুয়া লিংকন, বিপুল কান্তি বড়ুয়া, প্রকৌ.তাপস বড়ুয়া, সুমিত বড়ুয়া, রুপক বড়ুয়া, অসীম চাকমা প্রমুখ।