ইচ্ছেদের কোনো বাড়ি নেই

লিপি তালুকদার | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইচ্ছেদের কোনো বাড়ি নেই

নেই কোনো নির্দিষ্ট সীমানা,

আছে শুধু ইচ্ছেমতো সাধ

পাখির মতো চায় ইচ্ছেডানা।

ঘুড়ির মতো বাঁধা থাকে না

স্বপ্নচারী হয় ইচ্ছে দল,

বাঁধা পেরিয়ে ইচ্ছেরা বাঁচে

স্বপ্ন পূরণ শুধু একমাত্র সম্বল।

ইচ্ছেদের ঠিকানা লাগে না

ঠিকানা তাই লাগামহীন,

কোনো মাপে যায়না মাপা

ইচ্ছেরা তাই সাতরঙা রঙিন।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন : সবার প্রচেষ্টায় ক্ষতি কাটিয়ে উঠতে হবে
পরবর্তী নিবন্ধবরকতময় সফরে গাউছে পাকের দরবারে