এবং যদি তারা মুখ ফেরায় তবে জেনে রেখো যে, আল্লাহ তোমাদের অভিভাবক; সুতরাং কতোই উত্তম অভিভাবক এবং কতোই উত্তম সাহায্যকারী;
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৪০) সূরা আল–আন্্ফাল।
যে ব্যক্তি দিবা দ্বি প্রহরে সুরা ইয়াছিন পাঠ করে তাহার সমস্ত অভাব পূর্ণ হয়।
– আল–হাদীস (আহমদ)।
প্রতিভা তৈরি করা সম্ভব নয়। প্রতিভার জন্ম হয়।
– ড্রাইডেন।









