ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি : হাসনাত আব্দুল্লাহ

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

শাপলা ছাড়া বিকল্প প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশনে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, কোনো ধরনের ‘চাপিয়ে’ দেওয়া প্রতীক তারা নেবেন না। গতকাল রোববার সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাবও তারা দিয়েছেন। খবর বিডিনিউজের।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। বর্তমান ইসির প্রতীক বরাদ্দের কোনো নীতিমালা নেই মন্তব্য করে তিনি বলেন, ইসিতে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে, ইসির মনোভাব দেখে মনে হচ্ছে। বিদ্যমান দলগুলোকে যে মার্কা দেওয়া হয়েছে, কোনো নীতিমালা নেই। মধ্যযুগী বর্বর শাসন ব্যবস্থা যেমন দেখতাম রাজা যেমন ইচ্ছা করছে। রাজা বাদশাহদের আচরণের সঙ্গে তাদের সাদৃশ্য রয়েছে। আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। নির্বাচন কমিশন স্পাইনলেস (মেরুদণ্ডহীন)। বর্তমান ইসির সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার ‘যোগ্যতা নেই’ বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

বৈঠক শেষে বেরিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন নাই। আমরা বিকল্প কেন নেব? এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি, এখন পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। এ মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই শাপলাকে অবশ্যই আমরা অর্জন করব। এ ছাড়া কোনো বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধইসি ৪ ভাগ হয়ে গেছে : পাটওয়ারী
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না : ইসি আনোয়ারুল