রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তাদের দেশকে সংযুক্ত করার জন্য বেরিং প্রণালীর নিচ দিয়ে ‘পুতিন–ট্রাম্প রেল টানেল’ নির্মাণ করার পরামর্শ দিয়েছেন ক্রেমলিনের একজন দূত। এই টানেল ‘ঐক্যের প্রতীক’ হয়ে উঠবে এবং প্রাকৃতিক সম্পদের যৌথ অনুসন্ধানে পথ খুলে দেবে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিল আরডিআইএফ–এর প্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগদূত কিরিল দিমিত্রিভ এই প্রকল্প প্রস্তাব উত্থাপন করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেছেন, ৭০ মাইল (১১২ কিলোমিটার) দীর্ঘ কল্পিত এই রেল ও কার্গো টানেল প্রকল্পে খরচ হবে প্রায় ৮০০ কোটি ডলার। মস্কো ও আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে প্রকল্পটি আট বছরের মধ্যে শেষ করা সম্ভব বলেও দাবি তার।
পুতিন–ট্রাম্প ফোনালাপের পর প্রস্তাব
পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর গত বৃহস্পতিবার রাতে দিমিত্রিভ এই প্রস্তাব সামনে আনেন। ওই ফোনালাপে বিশ্বের দুই প্রভাবশালী নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের পথ খুঁজতে বুদাপেস্টে বৈঠকে বসতে সম্মত হন।
পরদিন শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক চলাকালে এক সাংবাদিক রুশ দূতের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ভাবনাটিকে ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেন। পরে তিনি জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, এতে তার কী প্রতিক্রিয়া। এই পরিকল্পনায় আমি খুশি নই, বলেন ইউক্রেনীয় নেতা। তার এই জবাবে মার্কিন পক্ষ হাসিতে ফেটে পড়ে। খবর বিডিনিউজের।