চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি এইট বল পুল চ্যাম্পিয়নশিপ গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে। ক্লাবের স্নুকার ও পুল সাব–কমিটির সদস্য মো. মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্পোর্টস সাব–কমিটির সদস্য ক্যাপ্টেন নাজমুল আলম, কমান্ডার মাহবুবুর রহমান, কমান্ডার মুস্তাসিম–বিন–নাসির এবং চট্টগ্রাম বোট ক্লাবের সেক্রেটারি কমান্ডার মো. সাব্বির হোসেন চৌধুরীসহ অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ক্যাপ্টেন নাজমুল আলমের বিপক্ষে মো. মঞ্জুরুল হক জয়লাভ করেন।