পটিয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করা হলে আদালত দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর এক আসামিকে আদালত জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের মুহাম্মদ আবু জাফরের ছেলে মুহাম্মদ কুতুব উদ্দিন খোকন (৪৬), পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের খাস্তগীর পাড়ার খোকন ভট্টাচার্যের ছেলে রনি ভট্টাচার্য (৩৮) এবং রনির মা বন্দনা ভট্টাচার্য (৬৪)। এরমধ্যে কুতুব উদ্দিন ও রনি ভট্টাচার্যকে জামিন নামঞ্জুর করেছে আদালত। পুলিশ জানায়, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তে ৪(২), ৫(২)/১৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ার পর গত ১৭ অক্টোবর পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা হয়েছে। আদালত দুইজনের জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে। অপরজন মহিলাকে জামিন মঞ্জুর করেছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।