প্রান্তিক মানুষ ও দরিদ্র শিশুদের পাশে দাঁড়াতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রম

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ও লিও ক্লাব অফ চিটাগংয়ের ব্যবস্থাপনায় গতকাল নগরীর পাথরঘাটাস্থ ফাদার বুদ্র মেডিকেল সেন্টারে অসহায় ও দরিদ্র শিশুদের কল্যাণে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান ও সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। অক্টোবর সেবা মাসের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে দরিদ্র শিশু ও তাদের মায়েদের নিরাপদ ও পুষ্টিকর খাবার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ডেঙ্গু মশক নিধনে সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া চাইল্ডহুড ক্যান্সার সচেতনতা, হেভিমেটাল দূষণ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন গভর্নর এডভাইজর ও ফাদার বুদ্র মেডিকেল সেন্টারের দাতা সদস্য লায়ন সিলবাস্টার বার্নাডেট। এছাড়া উপস্থিত ছিলেন জিইটি লায়ন জাহনারা বেগম, ইভাল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, আইপিপি লায়ন বি কে লালা, সার্ভিস চেয়ারম্যান লায়ন ইসমাঈল চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (এডমিন) লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন লিটন ক্রান্তি দত্ত, লায়ন ডাঃ অশোক কুমার দাশ, লায়ন এডাম ম্যাথিউ গনজালভেস, লায়ন সুচরিত চৌধুরী, লায়ন ধীরেন্দ্র ঘোষ, লিও ডিস্ট্রিক্ট ট্রেজেরার লিও হোসেন মোঃ ইমরান নিঙন, জয়েন্ট সেক্রেটারি লিও শেখ মুনতাসির মামুন, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, ভাইস প্রেসিডেন্ট লিও মাহমুদুন নবী, লিও বাঁধন ঘোষ, লিও মোঃ জাহেদ উদ্দীন রিপন, লিও ইনতিশার রহমান রাবি, লিও মশিউর ইসলাম রাজু ও লিও আব্দুল্লাহ আল মুনতাসীর মাহির।

লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং মানবতার সেবায় যে অসাধারণ ভূমিকা রেখে চলেছে, আজকের এই উদ্যোগ তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের প্রান্তিক মানুষ ও দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। বিশেষ করে নিরাপদ খাদ্য, শিক্ষা, ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে লায়ন্স ও লিওদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। লায়ন এম এ মালেক বলেন, অক্টোবর সেবা মাসে লায়ন্স পরিবারের এই উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। শিশু ও মায়েদের জন্য পুষ্টিকর খাবার, শিক্ষা সামগ্রী এবং স্বাস্থ্য সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ডেঙ্গু প্রতিরোধ ও চাইল্ডহুড ক্যান্সার সচেতনতার মতো সময়োপযোগী বিষয়গুলো যুক্ত করায় এই আয়োজন আরও অর্থবহ হয়েছে।

লায়ন রেবেকা নাসরিন বলেন, আজকের সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে সমাজের সেই অংশে পৌঁছাতে চেয়েছি, যাদের কাছে সহায়তার হাত খুব কমই পৌঁছায়। শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ভোটকেন্দ্রের ওপর দাবি-আপত্তির শুনানি, চূড়ান্ত তালিকা প্রকাশ কাল
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ সম্মেলন