চমেক হাসপাতালে তরুণীর লাশ রেখে সটকে পড়ল দুই নারী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে এক তরুণীর লাশ রেখে সটকে পড়েছে দুই নারী। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক গতকাল রাত ৮টায় আজাদীকে বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি টেক্সিতে করে আনুমানিক ২২ বছরের এক তরুণীকে নিয়ে আসে দুই নারী। চিকিৎসক দেখে তরুণীকে মৃত ঘোষণার পর ওই দুই নারীকে খোঁজা হয়। কিন্তু তাদের পাওয়া যায়নি। তরুণীর লাশ জরুরি বিভাগে রেখে তারা উধাও হয়ে যায়। এখন পর্যন্ত ভিকটিম তরুণীর পরিচয় শনাক্ত হয়নি। কোনো স্বজনকেও পাওয়া যায়নি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তরুণীর নাকে ফেনা ছিল। স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তিনি জানান, স্বজনের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। তরুণীকে কেউ চিনে থাকলে ০১৩২০০৫২২০৬ অথবা ০১৮৩০৭৩৬৯৭৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। লাশ জরুরি বিভাগে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরঙের কাজ নিয়ে বিতণ্ডা, কাচের টুকরার আঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধনিরাপত্তায় শতভাগ নম্বর অর্জনের পরই পুড়ল শাহজালালের কার্গো কমপ্লেক্স!