রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরের এয়ারফিল্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
এর আগে, বিকেলের দিকে চারটি ফ্লাইট—দুটি চট্টগ্রাম টু ঢাকাগামী অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট—জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে।
আইএসপিআর জানায়, অগ্নি নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট একযোগে কাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ তৎপরতা চলছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “ঢাকা বিমানবন্দরের এয়ারফিল্ড অদ্য সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ইতিমধ্যে মোট আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।”
তিনি আরও জানান, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পরিচালনায় কোনো ধরনের সমস্যা হয়নি।
যাত্রীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।