হামাস সদস্যদের ভেতরে গিয়ে হত্যার হুমকি ট্রাম্পের

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হুমকি দিয়েছেন, যদি গাজায় মানুষ হত্যা অব্যাহত থাকে, তাহলে গাজার ‘অভ্যন্তরে গিয়ে’ হামাস সদস্যদের হত্যা করা হবে। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সামপ্রতিক গুলিবর্ষণের প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের। ট্রাম্পর এই মন্তব্য করার মাত্র ক’দিন আগে বলেছিলেন, হামাসের গুলিবর্ষণ এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করাও তাকে ‘খুব একটা দুশ্চিন্তায় ফেলেনি।’ এমনকি এগুলোকে গ্যাং সদস্যদের হত্যা বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, ‘যদি হামাস চুক্তি বহির্ভূত গাজায় মানুষ হত্যা করতে থাকে, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ ‘আমরা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন ট্রাম্প সে সম্পর্কে স্পষ্ট করে বলেননি।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে নন্দনের সাজঘর
পরবর্তী নিবন্ধমারধর করেছে ইসরায়েলি কারারক্ষীরা, অভিযোগ ছেলের