কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে মো. সাহাব উদ্দিন সিহাব (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন চরপাথরঘাটা ৬নং ওয়ার্ড খোয়াজনগর হাজী আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহমদ মেম্বারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী সংগঠক বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ডেভিল হান্ট অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
পরবর্তী নিবন্ধ‘লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক’