ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রচারণা শুরু

চট্টগ্রাম চেম্বার নির্বাচন

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার নির্বাচন উপলক্ষে চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শাহ আমানত মাজার জেয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নির্বাচনী প্রচারণা। গতকাল শুক্রবার বাদ আসর মাজার জেয়ারত শেষে ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হকসহ প্রার্থীরা ফিনলে স্কয়ার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, অর্ডিনারী গ্রুপ থেকে মো. আমজাদ হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্ট, আবু হায়দার চৌধুরী, মো. শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. হাবিবুর রহমান, শহিদুল আলম, মো. আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ মোস্তাফা কামাল পাশা, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, আক্তার পারভেজ হিরো, খন্দকার বেলায়েত হোসেন প্রমুখ। শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ মিমি সুপার মার্কেট ও ফিনলে স্কয়ার মার্কেট দোকান মালিকদের সাথে গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলিমে জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত
পরবর্তী নিবন্ধসিআইইউতে আইন বিষয়ক ক্যারিয়ার আড্ডা