আলিমে জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত

এবার পাসের হার ৯৮.৮৪, জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম কেন্দ্রীয় পরীক্ষার ঘোষিত ফলাফলে জামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা এবারও গৌরবোজ্জ্বল সাফল্য ধরে রেখেছে। সাধারণ বিভাগে মোট ৬০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৫ জন উত্তীর্ণ হয়। ‘এ+ গ্রেড’ ১৩১ জন, ‘এ গ্রেড’ ৩৬৩ জন, ‘গ্রেড’ ৮০ জন, ‘বি গ্রেড’ ১৪ জন, ‘সি গ্রেড’ ৭ জন, অনুপস্থিত ৩ জন ও ‘এফ গ্রেড’ পেয়েছে ৭ জন। বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে কম পাশ করা জাতীয় পর্যায়ে ফলাফল বিপর্যয়ের মধ্যেও জমেয়ার শিক্ষার্থীরা ৯৮.৮৪% পাশ করার ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে।

উল্লেখ্য, ১৯৫৪ সালে গাউছে যমান, আলে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা হাফেয ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটীর (রহ.) হাতে প্রতিষ্ঠার পর থেকে আলে রাসূল, গাউছে যমান রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.), গাউছে যমান রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.) ও পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.) এর পৃষ্ঠপোষকতায় জামেয়া দেশজাতির উন্নয়ন ও মাযহাবমিল্লাত প্রচারপ্রসারে ব্যাপক অবদান রেখে আসছে। দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত মাদরাসাটি একাধিকবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি ও স্বর্ণপদক অর্জন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মৎস্য অধিদপ্তরের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রচারণা শুরু