বাঁশখালীতে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৪২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে পৌরসদর জলদী সদরে প্রধান সড়কে ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধআজ আমরা শিখবো আকাশ মুদ্রা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মৎস্য অধিদপ্তরের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি