মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির স্মারকলিপি প্রদান

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নোয়াখালী জেলার মুছাপুরে নির্মিত ভূমি রক্ষা বাঁধ “মুছাপুর ক্লোজার প্রজেক্ট” পুনর্নির্মাণ এবং নদীভাঙন রোধে টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৬ আগস্ট ২০২৪ তারিখে ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে অবস্থিত ভূমি রক্ষা বাঁধটি ভয়াবহ বন্যার পানির তোড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। বাঁধটি প্রশাসনিকভাবে নোয়াখালী জেলায় হলেও এর ধ্বংসের সবচেয়ে বড় ক্ষতির ভার বহন করছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার জনগণ। চরদরবেশ, চরমজলিশপুর, বগাদানা ও নবাবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্মারকলিপিতে আরও বলা হয়, বাঁধ ধ্বংসের ফলে হাজারো মানুষ গৃহহীন হয়েছে; ফসলি জমি ও মৎস্যখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন নতুন গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, বাজার ও সড়ক নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে শুধু মানবিক বিপর্যয়ই নয়, জাতীয় অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতাও চরম হুমকির মুখে পড়েছে। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, মুছাপুর ক্লোজার প্রজেক্ট পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। টেকসই বাঁধ, জিও ব্যাগ, পাথরের সুরক্ষা প্রাচীর নির্মাণ, ম্যানগ্রোভ বনায়ন ও প্রকৃতিভিত্তিক সমাধান সমন্বিতভাবে বাস্তবায়ন করা জরুরি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, সোনাগাজী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপি নেতা শাহ আলম মোরশেদ, যুবদল নেতা সেলিম, ওমর ফারুক ভূঁইয়া, সেন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু বয়সেই জীবন গড়ার তাগিদ দিতে হবে
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়