করোনার সময়ে বন্ধ হওয়া চট্টগ্রাম–দোহাজারী রুটে লোকাল ট্রেন চালু হয়নি দীর্ঘ পাঁচ বছরেও। জোড়াতালির একজোড়া ডেমু চলাচলও বন্ধ রয়েছে পাঁচ বছর ধরে। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম–কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা ছিল। কিন্তু এটিও কখন চালু হবে তা নিশ্চিত করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে লোকাল ট্রেন বন্ধের কারণে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়াসহ দুর্ভোগের অন্ত নেই।
এছাড়া উৎপাদিত ফসল শহরে আনতে না পেরে ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চলের হাজারো কৃষক। পূর্বে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে দোহাজারী, দুপুর ২টায় দোহাজারী থেকে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে দোহাজারী দুই জোড়া লোকাল ট্রেন চলাচল করতো। ২০১৯ সালে করোনার কারণে ট্রেন চলাচল করতো তা বন্ধ হয়ে যায়। সেই থেকে এখনো পর্যন্ত চালুর কোনো খবর নেই।
অন্যদিকে দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চট্টগ্রাম শহরে চাকরিজীবীসহ কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। নিয়মিত যাতায়াত খরচ ও দুর্ভোগের কারণে অনেকে চট্টগ্রাম শহরে ভাড়া বাসা নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এছাড়া দোহাজারী ও পটিয়াসহ অন্যান্য এলাকায় উৎপাদিত সবজি চট্টগ্রাম শহরে বিক্রির জন্য আনতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক।
আমরা এই রুটে দ্রুত লোকাল ট্রেন চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আলমগীর আলম
পটিয়া, চট্টগ্রাম।