‘লায়ন্স সার্ভিস কমপ্লেক্স সেবা কার্যক্রমে সমৃদ্ধ এক দৃষ্টান্ত’

লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে গভর্নরের পরিদর্শন

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর এনামুল হক রোডস্থ চট্টগ্রাম লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে গতকাল লায়ন্স জেলা গভর্নর ও তার টিমের সেবা কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ডিজি টিম ভিজিটের পাশাপাশি অক্টোবর সেবা মাসের অংশ হিসেবে সেবা কার্যক্রমের মধ্যে ছিল শিক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, চাইল্ডহুড ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার, স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা, হেলথ্‌ ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও লিওদের দায়িত্ব হস্তান্তর। এছাড়া লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে লিও ক্লাব অফ চিটাগংয়ের এক্স লিওদের উদ্যোগে লাইফ মেম্বার ফি হিসেবে ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট ট্রেজেরার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা এবং চাইল্ডহুড ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার পরিচালনা করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও দাতা সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কামরুন নাহার দস্তগীর।

এছাড়া উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ, জিএসটি লায়ন মোরশেদুল হক চৌধুরী, জিইটি লায়ন জাহনারা বেগম, ইভাল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, হাঙ্গার চেয়ারম্যান ও লিও এ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, লায়ন শাহেলা আবেদিন, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন নুরুল আলম, গভর্নর এডভাইজর লায়ন সিলবাস্টার বার্নাডেট, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন জি কে লালা, সার্ভিস চেয়ারম্যান লায়ন ইসমাঈল চৌধুরী (সিনিয়র), সার্ভিস কমপ্লেক্স চেয়ারম্যান লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন লিটন ক্রান্তি দত্ত, লায়ন ডাঃ অশোক কুমার দাশ, লায়ন হাজী এনামুল হক, লায়ন খোরশেদ আলী, লায়ন হামিদ হাসান নোমানী, লায়ন মনিরুল কবির খোকন, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ ও লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু।

লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স, চট্টগ্রামের মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই কমপ্লেক্স শুধু একটি ভবন নয়, এটি মানবতার প্রতি লায়নিজমের অঙ্গীকারের প্রতীক। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে এখানে লায়ন্স পরিবারের সদস্যরা একত্রিত হয়ে সমাজের জন্য সেবা কার্যক্রম পরিচালনা করেনচোখের চিকিৎসা থেকে শুরু করে রক্তদান, যুব উন্নয়ন থেকে শিক্ষাসহায়তাসবকিছুই এই কেন্দ্রের প্রাণস্পন্দন যা একতার মাধ্যমে সমৃদ্ধি বয়ে আনার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে।

লায়ন এম এ মালেক বলেন, চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত এই লায়ন্স সার্ভিস কমপ্লেক্স শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়; এটি এক মানবিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখান থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। অসহায়দের মুখে হাসি ফোটানো, চিকিৎসা সহায়তা প্রদান, যুবদের নেতৃত্বে অনুপ্রেরণা জাগানো্তসবকিছুর কেন্দ্র এই কমপ্লেক্স। লায়ন রেবেকা নাসরিন বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স চট্টগ্রামের উন্নয়ন ও সমাজকল্যাণের ধারায় এক অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন সামাজিক ও মানবিক প্রকল্প, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা
পরবর্তী নিবন্ধএবার ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনী কাজ করতে হবে : খসরু