ডিজিটাল আসক্তি শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই পরিবার ও শিক্ষক উভয়েরই উচিত শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা। শিশুর সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহানের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, সিডিএ বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা (অব.) ডা. মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, বাংলাদেশ রং–তুলির আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরু। সভাপতিত্ব করেন শিল্পী শওকত জাহান। সঞ্চালনা করেন মো. রেজাউল আবেদীন ইউসুফ।
ডা. শাহাদাত বলেন, শিল্পচর্চা শুধু পেশা নয়, এটি মননশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটায়। সিটি কর্পোরেশন সবসময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে থাকবে। শিশুদের প্রতিভা বিকাশে চসিক বিভিন্ন প্রতিষ্ঠানে অঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ নিচ্ছে।