গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে গেল বাস, আহত ৭

চুনতীতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে গেছে যাত্রীবাহী বাস। এতে বাসের ৭ যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। যার ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয়েছে দূরপাল্লার যাত্রীদের। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি কঙবাজার থেকে কুষ্টিয়া যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সাথে ধাক্কা দেয় বাসটি। এরপর বাসটি মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই মুরাদ হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার পর পরই বাস চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২
পরবর্তী নিবন্ধজুলাই সনদে আপত্তি, আন্দোলনে নামবে চার বাম দল