স্বামী নারায়ণ পুরী মহারাজের ৭৫তম আবির্ভাব উৎসব আজ নন্দনকানন মহানির্বাণ তীর্থ তুলসীধামে অনুষ্ঠিত হবে। তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে সমাধিপীঠে গীতাপাঠ, চণ্ডীপাঠ, গুরুপূজা, সমবেত প্রার্থনা, তুলসীদান, মহানামযজ্ঞ, সংগীতাঞ্জলি, স্বামীজি প্রসঙ্গে আলোচনা ও প্রদীপ প্রজ্বলন করা হবে। উৎসবে গুরু মহারাজের সকল ভক্ত–শিষ্যদের উপস্থিতি কামনা করা হয়েছে। খবর বিজ্ঞপ্তি।