বেকারত্বে ক্ষোভ, ভোটার তালিকায় অবিশ্বাস, বিহারে চ্যালেঞ্জের মুখে মোদী

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে ক্ষোভ আর ভোটার তালিকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোটকে আগামী মাসে বিহারে কঠিন এক নির্বাচনের মুখোমুখি করতে যাচ্ছে। আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভরশীল মোদীর জোটকে বিহারের ভোটের ফল ভাঙনের মুখেও ঠেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত বিহার দেশটির অন্যতম দরিদ্র রাজ্য, জনসংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম। এর বাসিন্দার সংখ্যা ১৩ কোটির বেশি। বিহারের এখনকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পক্ষ বদলে পারদর্শী। তিনি কখনো মোদীর জোটে থাকেন, কখনো আবার বিরোধীদের অংশ হয়ে যান। আপাতত তিনি মোদীর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) গুরুত্বপূর্ণ শরিক। ভারতের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশের কেন্দ্রে অবস্থান করছে বিহার। নভেম্বরের নির্বাচনে এখানে এনডিএ জোটে কোনো ধরনের ফাটল ধরলে মোদী বড় ধরনের বিপদে পড়তে পারেন। এরপর কয়েক মাসের মধ্যে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিল নাড়ুতে নির্বাচন। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে এখন ২৯৩টির দখল রাখা মোদীর এনডিএ জোটের কেবল আসামেই ভোটারদের মধ্যে শক্ত অবস্থান রয়েছে। খবর বিডিনিউজের।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, নারীরা হতে পারেন মূল ফ্যাক্টর

গবেষণা সংস্থা ভোট ভাইব বলছে, তাদের ৮ অক্টোবরের জনমত জরিপে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের চেয়ে এনডিএকে ১ দশমিক ৬ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ভোটের ফল যেকোনো দিকে যেতে পারে, জরিপের ফল নিয়ে করা মন্তব্যে এমনটাই বলেছে তারা। এনডিএ যে বিরোধীদের চেয়ে সামান্য এগিয়ে আছে তা তাদের সামপ্রতিক কিছু কর্মসূচির কারণে হয়েছে বলেও ধারণা তাদের।

পূর্ববর্তী নিবন্ধভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমতি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধআমি বললেই গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল