মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪৫ হাজার ৬৮ জন ছাত্র এবং ৩৭ হাজার ৭৪১ জন ছাত্রীসহ মোট ৮২ হাজার ৮০৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যার মধ্যে ৬২ হাজার ৬০৯ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। খবর বাসসের।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকাল ব্যাংক খোলা থাকবে
পরবর্তী নিবন্ধকারিগরি বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ