সর্বত্র নারীদের অংশগ্রহণ বাড়ুক ন্যায়বিচারের পথ প্রশস্ত হোক

জেএসইউএসের নারী ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) পারায়ণ প্রকল্পের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জেএসইউএস সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তাদের নিয়ে জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে গতকাল বুধবার আয়োজিত দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। তিনি বলেন,সমান সুযোগ পাওয়ার অধিকার এটা একটা মৌলিক মানবাধিকার। এই মৌলিক মানবাধিকার ও আইনের চোখে সবাই সমান। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত আজকের এ্‌ই প্রশিক্ষণে নারীদের মাধ্যমে বলতে চাই,নারীদের অংশগ্রহণ বাড়ুক, এবং ন্যায় বিচারের পথ প্রশস্ত হোক। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ (সিনিয়র সহকারী জজ) রুপন কুমার দাশ, সিনিয়র তথ্য কর্মকতা বাপ্পী চক্রবর্তী, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। শুরুতেই মানবাধিকার সুরক্ষা ও আইনী সহায়তার ব্যাপারে আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুপন কুমার দাশ। সেশন পরিচালনা করেন ব্র্যাকের চীফ ট্রেনার আলী আকবর, জেএসইউএস পারায়ন প্রকল্প অবহিতকরণ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন আহসান উল্লাহ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, নারী আইনজীবী সমিতি বিভাগীয় প্রধান দিল আফরোজ,থানা যুব উন্নয়ন সহকারী কর্মকতা মোহাম্মদ ছৈয়দুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, জিয়াউদ্দিন রিংকু, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এসআই সুপলা দত্ত, এসআই রাজিয়া বেগম, অ্যাডভোকেট আবদুল মোমেন, মো. রুবেল, আরজু বেগম, সীমা রক্ষিৎ, পারভীন আক্তার প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাসাউফভিত্তিক সমাজে নেই হিংসা ও উগ্রতা
পরবর্তী নিবন্ধএ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা