সৈয়দ মোফাক্করুল ইসলাম মির্জাপুরীর ইন্তেকাল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন, সৈয়দ মোফাক্করুল ইসলাম মির্জাপুরী (৫৬) গত মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ….রাজেউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ আসর মছিহউল্লাহ মির্জাপুরীর মাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধগুমের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান জাতিসংঘের
পরবর্তী নিবন্ধদীঘিনালায় কঠিন চীবর দান সম্পন্ন