সিভাসু অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান সভাপতি, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সহসভাপতি এবং ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ জামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবাল সিভাসু অডিটোরিয়ামে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. নূরে আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাহাদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসিফ আহমেদ, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক আ. . . জাহিদ হাসান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা এবং বহি:ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমান।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম, নাসির আহমদ ও মো. মনিরুল ইসলাম।

সিভাসু অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার প্রোগ্রামার মো. মামুন সিকদার ও সেকশন অফিসার মো. শওকত আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিকারির কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিং কোবরা
পরবর্তী নিবন্ধনবীর (দ.) আদর্শ সমাজে ন্যায়, প্রেম ও মানবতার দিশা দেয়