এবারের নারী ওয়ানডে বিশ্ব্কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল টাইগার নারীরা। কিন্তু পরের তিন ম্যাচে হারিয়ে ফেলে ছন্দ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে জ্যোতিরা। কিন্তু শেষ মুহূর্তে ক্যাচ মিস করে ম্যাচটিতে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ আরেকটি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নারী বিশ্বকাপে সবচাইতে সফল দল অস্ট্রেলিয়া। নিজেদের আগের ম্যাচে ভারতের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার সবার উপরে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ট স্থানে। ভারতের বিশাখাপত্তনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিন টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। সে ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়ানরাই। কাজেই আজ ইতিহাস সৃষ্টি করতে পারবে কিনা সেটা জানতে অপেক্ষা বাংলাদেশের। যদিও বাংলাদেশ দলেল বোলাররা নিয়মিতই ভাল করছে। কিন্তু ব্যাটাররা তাদের সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারছেনা। অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে তাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ। যদিও জয়ের আশাও করছে বাংলাদেশের নারীরা। তবে সেটা কতটা সফল হবে সেটা দেখতে অপেক্ষা।