চাইলেই বাজবে না শঙ্খধ্বনি
বেজে উঠবে না সেই ঢাক ঢোল
চাইলেই তাল ত্রিতালে সাজবে না
তবলায় বাজবে না নিজস্ব বোল।
তোমার আমার গল্পগুলো আজ
বেস্বাদের ঠাণ্ডা সবজির ঝোল
কথা কবিতার ছান্দিক বেতারে
লিকার হীন চা সাথে স্প্রিং রোল।
চাইলেই ফেরা যায় না অতীত খামে
ম্যাসেঞ্জার ইমো ওয়াটসাপের সখ্য
কবিতায় লেগে আছে পাক্ষিক আঁচ
ওখানেও রয়েছে শুক্ল কৃষ্ণ পক্ষ।
চাইলেই তুমি লাবন্য হতে পারবে না
আমিও হবো না কবিতায় অদ্বিতীয়
অভিনব আজ নিরুদ্দেশের ইনভেলাপ
প্রিয়দীপ নামে কেউ নেই স্বকীয়।
চাইলেই সব হয় না ফিরে পাওয়া
তবুও চাওয়ার নেই সীমানা সিন্ধু
আমরা রয়েছি সেই আগেরি মতো
অনন্যা হারিয়েছে কোথায় বন্ধু?
মৃয়মান পিঙ্গল নেই অশান্ত শব্দাকাশে
আরো নেই অনেকেই আজ জাগ্রত
সর্বযুগ সাধনে অগুনন নামের ব্যঞ্জনে
শব্দের চাষে করি অজানাকে ব্রত।
চাইলেই হবেনা আর নব আস্বাদনে
আত্মার সান্নিধ্যের বহুল প্রকাশ
আক্ষেপের অনল জুড়ে অভিমানি ঝড়
দেখবে না কখনো আর নীল আকাশ।