চট্টগ্রাম উপ-অঞ্চলের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উপঅঞ্চল পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবল প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে শুরু হবে। নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও স্বাগতিক চট্টগ্রামসহ সাত জেলার সাত চ্যাম্পিয়ন দল নকআউট ভিত্তিতে খেলবে। দিনের শুরুতে থাকছে বালিকা বিভাগের ফুটবল। সকাল ৯টায় প্রথম খেলায় ফেনী ও খাগড়াছড়ি, সকাল ১০টায় চট্টগ্রাম ও কক্সবাজার, দুপুর ১২টায় নোয়াখালী খেলবে বান্দরবানের বিপক্ষে। এছাড়া বালক বিভাগের প্রথম খেলা শুরু হবে রাঙ্গামাটি ও কক্সবাজার দলের মধ্যে দুপুর ১৩০টায়। দুপুর ২৩০টায় মিনিটে দ্বিতীয় খেলায় খাগড়াছড়ি, নোয়াখালী, বিকাল ৩৩০টায় ৩য় খেলায় বান্দরবান খেলবে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে। শুক্রবার চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল, নাসিরাবাদ সরকারি বালক স্কুলে দাবা, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি দলগুলোর উপস্থিতিতে ফিকশ্চার তৈরি করে খেলা শুরু করা হবে।

প্রত্যেক বিষয়ের খেলাগুলো যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী ও সম্পাদক মো. আবদুল আজিজ অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল সংঘ গ্রীনের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও