তুমি সন্ধ্যার মেঘমালা
দিনের শেষে যখন সূর্য লুকিয়ে যায় দিগন্তের কোণে
ঠিক তখনই তুমি আসো নরম আলো নিয়ে,
মন ভরাও এক মায়াবী নীরবতায়।
তোমার উপস্থিতি যেন আকাশে ছড়ানো রঙের ছোঁয়া
কখনো লাল, কখনো বেগুনি,
কখনো এক ফোঁটা সোনালি আলো
যা ছুঁয়ে যায় আমার ক্লান্ত হৃদয়।
তোমার চোখে আমি দেখি হারিয়ে যাওয়া স্বপ্নের ছায়া
তোমার হাসিতে পাই সেই আশ্রয়,
যেখানে সব ঝড় থেমে যায়
সব অভিমান গলে যায় ভালোবাসার উষ্ণতায়।
তুমি শুধু মেঘ নও
তুমি আমার নিঃশব্দ প্রার্থনা,
আমার প্রতিদিনের চাওয়া–পাওয়ার অনুচ্চারিত কবিতা।
তুমি সন্ধ্যার মেঘমালা
যেখানে আলো আর অন্ধকার মিলেমিশে
তৈরি করে প্রেমের এক অলৌকিক রঙ,
যেখানে আমি, বারবার, হারিয়ে যেতে চাই
তোমার নরম ছোঁয়ায়, তোমার ভালোবাসার গোধূলিতে।