চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চবি ১ নং গেইট এলাকায় গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের কর্মীরা মুখোমুখি অবস্থান করছিলেন। এই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। চট্টগ্রাম – হাটহাজারী মহাসড়কের চবির মূলফটক এলাকায় অবস্থানকারীরা এক সময় উত্তেজিত হয়ে পড়েন। এ সময় অজ্ঞাত স্থান থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের মাথার পিছনে হঠাৎ ইটের টুকরা এসে পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মঞ্জরুল কাদের ভূইয়া দুই পক্ষের মধ্যে উত্তেজনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ কোন দিক থেকে একটি ইটের টুকরা অতিরিক্ত পুলিশ সুপারের মাথার পিছনে এসে পড়ে। এতে তিনি আহত হন। রাত একটা বিশ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।