এক্সেস রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত, হতাহত নাই

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মুখে অবস্থিত মা ম্যানশন নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির চতুর্থ ও পঞ্চম তলার আংশিক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রাত ৯টার দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সৈয়দ শাহ রোডের মুখের ৬ তলা বিশিষ্ট মা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামা বাজার স্টেশন থেকে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে যায়। এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস কর্মীরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এরপর ১০টা ৫ মিনিটে আগুন নির্বাপণ হয়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে গেলেও ঠিক ভবন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এক্সেস রোডে গাড়ি রেখে পাইপ দিয়ে ভবনে পানি নিয়ে যেতে হয়েছে। আগুন দাও দাও করে জ্বলছে, আর মানুষের জটলা বাড়ছে। একটা সময় এমন অবস্থা তৈরি হয় যে, সৈয়দ শাহ রোডে কোনো একটি গাড়ি প্রবেশ করবে সে অবস্থা ছিল না। ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, সৈয়দ শাহ রোডে অগ্নিনির্বাপনের গাড়ি প্রবেশ করা যায়। কিন্তু উৎসুক লোকজন জড়ো হওয়ায় আমাদের গাড়ি আগুন লাগা ভবন পর্যন্ত যেতে পারেনি। আমরা পাইপ দিয়ে ভবন পর্যন্ত পানি নিয়ে যায়।

ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুনে আংশিক ক্ষতি হয়েছে জানিয়ে ওই কর্মী বলেন, আমরা পুরো ভবনের প্রত্যেকটি ফ্লোরে গিয়েছি। স্থানীয়রা জানান, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি মাদ্রাসা রয়েছে। এটির নাম হচ্ছে ইহ্‌য়াউস্‌ সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রাম। আগুন লাগছে বুঝতে পেরে ভবনের অন্যান্য বাসিন্দাদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরাও বের হয়ে আসে। কারো কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান দৈনিক আজাদীকে বলেন, ভবনের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের তীব্রতা বাড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
পরবর্তী নিবন্ধপ্রথমবার বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন কার্যক্রম শুরু