এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫এর ফলাফল আজ সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসএর মাধ্যমে প্রকাশ করা হবে। খবর বাসসের।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহwww.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনএর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত শর্ট কোড– 16222 এ এসএমএসএর মাধ্যমে ফল পাওয়া যাবে। এ বছর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য htttp://rescrutiny.educationboardresults.gov.bd এর মাধ্যমে আগামীকাল শুক্রবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ৮ ঘণ্টা বন্ধ ছিল কন্টেনার পরিবহন
পরবর্তী নিবন্ধএক্সেস রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড