হাটহাজারীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্র শিবিরের বহিরাগতদের জমায়েত হওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকালের দিকে পৌরসভার এগারো মাইল নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা এ অবরোধ করেন।
জানা যায়, ঘটনারদিন সকাল থেকে পৌরসভার ১১ মাইল এলাকার কবির চেয়ারম্যান বাড়ির ঘাটা এলাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্র শিবিরের কয়েকশ বহিরাগত ছেলে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে জড়ো হয়েছে এমন খবর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ওই ঘাটার পশ্চিমে চট্টগ্রাম অক্সিজেন-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান নেয়।
এসময় তারা স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। কেনো এতোবড় একটা জমায়েতের খবর প্রশাসন জানলো না এবং জমায়েত হওয়া বহিরাগতদের দ্রুত এলাকা ছাড়া করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে সড়ক অবরোধ করে।
এরপর হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বহিরাগতদের এলাকা থেকে বের করে দেয়ার আশ্বাস প্রদান করে মাত্র কযেকমিনিটের মধ্যে অবরোধ সরিয়ে দেন।
পরে পুলিশ পাহারায় বহিরাগতরা ওই এলাকা থেকে নিজ নিজ গন্তব্যে চলে যায়।
জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, হাটহাজারী শান্ত এলাকা, এখানে বহিরাগত কেউ এসে অশান্তি সৃষ্টি করলে স্থানীয়দের সাথে নি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী দলের উপজেলা মহাসচিব অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী জানান, আপনারা অনেকেই জানেন হাটহাজারী আসলে জামাযাতের প্রার্থী পরিবর্তন হয়েছে। মূলত এই খবরটা দলের প্রত্যেককে জানিয়ে দিতে দায়িত্বশীলদের নিয়ে আজকের এ প্রোগ্রাম ছিলো। এটা আমাদের দলের ভেতরকার একটা প্রোগ্রাম। এটা নিয়ে এতো হৈচৈয়ের কিছু নাই বা অন্যভাবে দেখার সুযোগ নাই।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বুধবার রাত আটটার দিকে এ প্রতিবেদককে জানান, আসলে ওটাকে অবরোধ বলা যায় না। একটু জটলা হওয়ার কারনে যানবাহন চলাচল করতে পারেনি, তবে সাথে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহিরাগতদের সরিয়ে দিবে আশ্বাস দিয়ে ২/৩ মিনিটের মধ্যে যানচলাচল স্বাভাবিক করে দেয়।