ফোন দেখে নামছিলেন, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে বাবু কান্তি দে (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর সংলগ্ন নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কায়দা আজম কালি মন্দির এলাকার বাসিন্দা এবং গোচরা বাজারের ব্যবসায়ী কাজল কান্তি দে’র ছেলে। তিনি পেশায় গাড়ি চালক। ঘটনাস্থলে থাকা জহরলাল দাশ জানান, তিনি আর নিহত বাবু ওই ভবনের নিচতলার একটি অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন। রাতে অফিসটি বন্ধ করে দিলে ওই ভবনের দুই তলায় আড্ডা দিতে ওঠেন। পরে তাদের সাথে যোগ দেন সিপাত নামের আরও এক ড্রাইভার। তাদের গাড়ির হিসাবও সারেন সেখানে বসে। পরে চা খাওয়ার জন্য তিনজন একসাথে নিচে নামছিলেন। জহরলাল আর সিপাত আগে আর পেছনে মোবাইল টিপতে টিপতে নিচে নামতে গিয়ে ভুলক্রমে নির্মাণাধীন ভবনটির সিড়ির পরিবর্তে লিফটের দিকে পা দিয়ে দেন। এতে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু তার পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় সন্তান ছিলেন। তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। নিহতের ছোট ভাই শিবু কান্তি দে জানান, তার বড়ভাই নিহতের লাশ বিনাময়নাতদন্তে পেতে আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনে বেসিক লাইফ সাপোর্ট বিষয়ে কর্মশালা