মীরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে পুড়ে যাওয়া ঘরবাড়িগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী, রেজাউল করিম তপন, শওকত আকবর সোহাগ, নুর উদ্দিন জাহিদ, এস এম হারুন, রেজাউল করিম, ইমাম হোসেন, আজমল হোসেন, মাঈন উদ্দিন, নুর উদ্দিন সেলিম, মুন্না, রাসেল, আনোয়ার, মাসুম বিল্লাহ প্রমুখ।